গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৩, মৃতের সংখ্যা ৬০ হাজার ৩০০ ছাড়াল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৬০ হাজার ৩৩২-এ পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার (১ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলুর।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতলে ৮৩টি মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছে আরও ৫৫৪ জন। এ নিয়ে অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া এই দমন-পীড়নের ফলে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৬৪৩ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, “অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না।”
গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৫৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৪০০ জনের বেশি আহত হয়েছেন। ২৭ মে থেকে এ পর্যন্ত খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৩ জন এবং আহত হয়েছে ৯ হাজার ২১৮ জন।
চলতি বছরের ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল ফের গাজায় হামলা শুরু করে। এরপর থেকে আরও ৯ হাজার ১৬৩ জন নিহত ও ৩৫ হাজার ৬০২ জন আহত হয়েছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) একটি মামলা চলছে।