থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত নিরসনে মালয়েশিয়ায় কাল শান্তি বৈঠক

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘাত থামাতে আগামীকাল সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ায় শান্তি বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাইয়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। স্থানীয় সময় আজ রোববার (২৭ জুলাই) এ তথ্য জানিয়েছে ব্যাংকক। খবর বার্তা সংস্থা এএফপির।
থাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই আলোচনার আয়োজন করবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং আসিয়ানের বর্তমান চেয়ার আনোয়ার ইব্রাহিম। বৈঠকের জন্য কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত সশরীরে মালয়েশিয়া যাবেন। এই বৈঠককে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যেখানে সাম্প্রতিক সংঘর্ষে বেশ কিছু প্রাণহানি ঘটেছে।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে বিবাদ শত বছরেরও বেশি পুরোনো। গত মে মাসে এই বিরোধ নতুন করে তীব্র হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি গোলাবর্ষণ শুরু হয়। এই সংঘাতে গত চারদিনে অন্তত ৩২ জন নিহত হন। প্রায় ১ লাখ ৭৫ হাজার মানুষ সীমান্ত এলাকা থেকে বাস্তুচ্যুত হয়েছেন।

গতকাল শনিবার এই সংঘাত বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানান, দুই দেশের নেতারা দ্রুত যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছেন। ট্রাম্পের এই উদ্যোগকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত স্বাগত জানিয়ে বলেন, তার দেশ যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী। এই পরিস্থিতিতে মালয়েশিয়ায় অনুষ্ঠাতব্য এই বৈঠকটিকে সংঘাত নিরসনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।