লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর বিশাল আগুনের গোলা ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী কয়েক মাইল দূর থেকেও দেখা গেছে। দুর্ঘটনার এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে, এর ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রোববার (১৩ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। খবর দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের।
প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের লেলিস্টাডের উদ্দেশে রওনা হওয়া টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ বিমানটি স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে উড্ডয়নের কথা ছিল। বিমানটিতে সাধারণত ১২ জন যাত্রী ছিলেন। তবে, দুর্ঘটনার সময় ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনো স্পষ্ট নয়।
প্রত্যক্ষদর্শীরা এই ঘটনাকে একেবারে দুঃখজনক বলে বর্ণনা করেছেন। কেউ কেউ দাবি করেছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে তারা ক্রুদের দিকে হাত নেড়েছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে, বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ পরেই বিমানটি আগুনে পুড়ে যায়। জরুরি পরিষেবাগুলো আগুন নিয়ন্ত্রণে আনতে ও ধ্বংসাবশেষ উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

এসেক্স পুলিশ এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আমরা সাউথেন্ড বিমানবন্দরে একটি গুরুতর ঘটনার ঘটনাস্থলে আছি। বিকেল ৪টার কিছুক্ষণ আগে ১২ মিটার লম্বা একটি বিমানের সংঘর্ষের খবর পেয়ে আমাদের সতর্ক করা হয়েছিল।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রচফোর্ড হান্ড্রেড গল্ফ ক্লাব ও ওয়েস্টক্লিফ রাগবি ক্লাবসহ আশেপাশের স্থাপনাগুলো খালি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। কর্তৃপক্ষ আরও নতুন পেলে জানানোর প্রতিশ্রুতি দিয়েছে।