মাইলস্টোন ট্র্যাজেডি : আরও এক শিক্ষিকার মৃত্যু

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাহফুজা (৪৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন ওই শিক্ষিকা।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তার শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এই ঘটনায় এখন পর্যন্ত ইনস্টিটিউটটিতে মোট ১৯ জন প্রাণ হারালেন। বর্তমানে সেখানে ২৩ জন আহত চিকিৎসাধীন আছেন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুলে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে নিহতের সংখ্যা ছিল ৩৪। আজ মাহফুজার মৃত্যুতে সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫-এ, যাদের মধ্যে অধিকাংশই শিশু।