ক্রিকেট ব্যাটে করে ইয়াবা পাচারের চেষ্টা, কক্সবাজার বিমানবন্দরে আটক ২

কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে করে কৌশলে ইয়াবা পাচারের সময় দুজনকে আটক করেছে বিমানবন্দরের কর্মীরা; যাদের মধ্যে একজন বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।
আজ রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে মালামাল তল্লাশির সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা।
আটকরা হলেন- মাদারীপুর জেলার বাসিন্দা জাকির হোসেন (২৬) ও বরিশাল জেলার বাসিন্দা তানভীর আহমদ (৩০)। এদের মধ্যে তানভীর বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।
বিমানবন্দর সূত্র জানায়, আটকরা বেলা ১১টা ২৫ মিনিটের দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলার একটি ফ্লাইটের যাত্রী ছিলেন। তারা ফ্লাইটে উঠতে সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দরে আসেন। এসময় বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের মালামাল তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলেন।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, মালামাল চেকিংয়ের সময় বিমানবন্দরের অত্যাধুনিক স্ক্যানার মেশিনে ক্রিকেট ব্যাটের ভেতর ইয়াবা শনাক্ত হয়। এতে ক্রিকেট ব্যাটের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫ হাজার ১০০টি ইয়াবা পাওয়া যায়। এর পরই বিমানবন্দরের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের সদস্যরা ইয়াবা বহনকারীদের আটক করে।
আটকদের বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দায়িত্বরত এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।