এআই নির্ভর স্মার্ট ট্রাফিক সিস্টেম চালু করল দুবাই

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের যানজট কমাতে অত্যাধুনিক ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়েছে। দেশটির সড়ক ও পরিবহণ কর্তৃপক্ষ জানায়, ইউটিসি-ইউএক্স ফিউশন নামের এই ব্যবস্থায় ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্মার্ট ক্যামেরা, সেন্সর ও স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ প্রযুক্তি – যা শহরের রাস্তাগুলোকে আরও নিরাপদ, গতিশীল ও পরিবেশবান্ধব করে তুলবে বলে আশা করা হচ্ছে।
আজ শুক্রবার (১১ জুলাই) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নতুন এই সিস্টেম চালুর ফলে রাস্তায় গাড়ির সংখ্যা ও গতি পর্যবেক্ষণ করা যাবে তাৎক্ষণিকভাবে। কোথাও যদি অতিরিক্ত ভিড় দেখা দেয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সিগনালের সময় নিয়ন্ত্রণ করে সেই চাপ কমানো যাবে। এর ফলে যানজট অনেকাংশেই হ্রাস পাবে। একইসঙ্গে যদি কোথাও দুর্ঘটনা ঘটে, তাহলে সিস্টেম তা সঙ্গে সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে দেবে এবং দ্রুত সহায়তা পাঠানো যাবে।
এই প্রযুক্তি চালু হওয়ায় গাড়ির অপ্রয়োজনীয় থেমে থাকা কমে যাবে, ফলে জ্বালানি সাশ্রয় হবে এবং গাড়িচালকদের প্রায় ২০ শতাংশ সময়ও বাঁচবে। অন্যদিকে নিয়মভঙ্গকারী চালকদের শনাক্ত করতে ক্যামেরা ও সেন্সরের সহায়তায় দ্রুত এবং নির্ভুলভাবে জরিমানা করা যাবে। এতে সড়কে শৃঙ্খলা বাড়বে এবং মানুষ আরও সতর্ক হবে ট্রাফিক নিয়ম মানার বিষয়ে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই উদ্যোগের মাধ্যমে পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। কম যানজট মানেই কম গাড়ির ধোঁয়া এবং বায়ু দূষণও অনেক কমে যাবে।

দুবাইয়ের এই স্মার্ট ট্রাফিক ব্যবস্থাকে অনেকে ভবিষ্যতের শহর পরিচালনার একটি মডেল হিসেবে দেখছেন। এটি শুধুমাত্র যানবাহন নিয়ন্ত্রণেই সীমাবদ্ধ নয়, বরং একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং টেকসই নগর ব্যবস্থাপনার দিকেও পদক্ষেপ।