টেক্সাসের দুর্যোগ মোকাবিলায় প্রযুক্তি সহায়তা দেবে নাসার বিমান

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে চলমান দুর্যোগ পুনরুদ্ধার অভিযানে সহায়তার জন্য অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন দুটি বিমান মোতায়েন করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এই বিমানগুলো নাসার দুর্যোগ প্রতিক্রিয়া সমন্বয় ব্যবস্থার অংশ হিসেবে কাজ করে। খবর সিএনএনের।
নাসার বিবৃতিতে আরও জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত এলাকার স্পষ্ট স্যাটেলাইট চিত্র পেতে অসুবিধা হচ্ছে। তবে মোতায়েন করা বিমানগুলো একাধিক ফ্লাইটের মাধ্যমে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে।

উচ্চ-উচ্চতার ডব্লিউবি-৫৭ বিমানটি ‘ডাইনামাইট’ সেন্সর দিয়ে সজ্জিত। যা উচ্চ রেজুলেশনের চিত্র সরবরাহ করবে। এই চিত্রগুলো ক্ষয়ক্ষতি নিরূপণ ও স্থলভিত্তিক পুনরুদ্ধার কার্যক্রম সমন্বয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিস্টেম রিয়েল-টাইম তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের সুযোগ দেয়। যা পরিস্থিতি সম্পর্কে দ্রুত ধারণা পেয়ে জরুরি ব্যবস্থা গ্রহণে সহায়ক হবে।
এছাড়া মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল সিন্থেটিক অ্যাপারচার রাডার মোতায়েন করা হয়েছে। এই বিশেষ রাডার গাছপালা ভেদ করে সেইসব পানি শনাক্ত করতে পারে যা সাধারণ অপটিক্যাল সেন্সর দ্বারা শনাক্ত করা সম্ভব নয়। এই প্রযুক্তির সাহায্যে নাসার দল বন্যার বিস্তার নির্ণয় করবে, যা ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের ক্ষয়ক্ষতির পরিমাণ বুঝতে এবং ত্রাণ কার্যক্রমে সহায়তা করবে।