জ্বালানি সংকটে গাজার হাসপাতালগুলোতে শত শত প্রাণহানির শঙ্কা

অবরুদ্ধ গাজা উপত্যকার হাসপাতালগুলোতে তীব্র জ্বালানি সংকটে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। আজ বুধবার (৯ জুলাই) মাঠপর্যায়ের হাসপাতালগুলোর পরিচালক ড. মারওয়ান আল-হামস সংবাদমাধ্যম আলজাজিরাকে জানান, বিদ্যুতের অভাবে উত্তর গাজার হাসপাতালগুলোতে শত শত রোগীর প্রাণহানি হতে পারে। ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধের ফলে হাসপাতালগুলোতে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি ঢুকতে পারছে না।
ড. আল-হামসের মতে, জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ করা না হলে আগামী দুই দিনের মধ্যে কয়েক ডজন নবজাতকের মৃত্যু হবে। এছাড়া ডায়ালাইসিস ও নিবিড় পরিচর্যায় (আইসিইউ) থাকা রোগীরাও জীবন হারাবেন। যুদ্ধাহতদের ক্ষতের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। মেনিনজাইটিসের মতো সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

গাজা সিটির অন্যতম প্রধান হাসপাতাল আল-শিফা হাসপাতালও জ্বালানি সংকটের শিকার। হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া আলজাজিরাকে জানিয়েছেন, জ্বালানির অভাবে হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। হাসপাতালটি কয়েক ঘণ্টার মধ্যেই সম্পূর্ণরূপে অচল হয়ে পড়বে।