গাজায় ৫ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৪

গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। ইতোমধ্যে অবরুদ্ধ ভূখণ্ডটির উত্তরাঞ্চলে এক বিস্ফোরণে ইসরায়েলের পাঁচজন সেনা নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় এ তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এখনও নিহত ও আহত সৈন্যদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে সৈন্যদের হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনা গাজায় ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গোষ্ঠীটির সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেডসের যোদ্ধারা গাজা সিটির শুজাইয়া এলাকার পূর্বে আল-মুন্তার স্ট্রিটের আল-ইসলাহ মসজিদের কাছে একটি ইসরায়েলি ডি৯ সামরিক বুলডোজারকে ‘ইয়াসিন ১০৫’ ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। বিবৃতিতে হামলার সময় বা হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি।
এদিকে মেডিকেল সূত্রের বরাতে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আজ ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ক্রমবর্ধমান হতাহতের সংখ্যা গাজার মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।