গাজায় ত্রাণ নিতে গিয়ে ৮৭৫ জনের বেশি নিহত : জাতিসংঘ

গাজার মধ্যাঞ্চলের একটি ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা অন্যত্র যাচ্ছেন। ছবি : এএফপি
গত ছয় সপ্তাহে গাজায় ত্রাণ নিতে যাওয়া মানুষ ও ত্রাণবাহী গাড়িবহরে ইসরায়েলি হামলায় অন্তত ৮৭৫ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত জিএইচএফ পরিচালিত সাহায্য কেন্দ্রগুলোর আশপাশে। অন্য ত্রাণ সংস্থা, এমনকি জাতিসংঘের নিজস্ব ত্রাণবাহী গাড়িবহরের কাছেও ২০১ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) জাতিসংঘ মানবাধিকার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের এই প্রতিবেদন গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকটের চিত্র তুলে ধরেছে। ত্রাণ নিতে আসা বেসামরিক নাগরিকদের ওপর এমন হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও যুদ্ধাপরাধের ইঙ্গিত দেয় বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এ ঘটনা গাজায় মানুষের জীবন কতটা ঝুঁকির মধ্যে আছে, তা আবারও স্পষ্ট করে দিল।