ইসরায়েলি কারাগারে কত ফিলিস্তিনি বন্দি?

ইসরায়েলি কারাগারে বর্তমানে কতজন ফিলিস্তিনি বন্দি আছে তা জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি (পিপিএস)। কয়েকটি সংস্থার সঙ্গে যৌথ বিবৃতিতে পিপিএস এই তথ্য জানায়। খবর আলজাজিরার।
ইসরায়েলি কারাগারে বর্তমানে ১০ হাজার ৮০০ জন ফিলিস্তিনি বন্দি রয়েছেন। ২০০০ সালের পর থেকে এটি সর্বোচ্চ। এই বিশাল সংখ্যক বন্দিদের মধ্যে ৪৫০ জনের বেশি শিশু ও ৫০ জন নারীও রয়েছেন।
আজ মঙ্গলবার (৮ জুলাই) টেলিগ্রামে প্রকাশিত এক নথিতে আরও বলা হয়, ফিলিস্তিনি বন্দিদের এই সংখ্যায় ইসরায়েলি সামরিক ক্যাম্পগুলোতে আটকদের অন্তর্ভুক্ত করা হয়নি। এর অর্থ— সামরিক ক্যাম্পগুলোতে থাকা বন্দিদের সংখ্যা যোগ করলে প্রকৃত বন্দির সংখ্যা আরও অনেক বেশি হবে।

চলতি মাসের শুরুতে প্রশাসনিক আটকের সংখ্যা ৩ হাজার ৬২৯ জনে পৌঁছেছে। এই প্রশাসনিক আটক ইসরায়েলি কর্তৃপক্ষের একটি বিতর্কিত পদক্ষেপ। যেখানে ফিলিস্তিনি বন্দিদের কোনো আইনি অধিকার না দিয়েই মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে আটকাদেশ বাড়িয়ে দেওয়া হয়। এর ফলে বন্দিরা এক অনিশ্চিত জীবনের মুখোমুখি হন, যেখান থেকে তাদের মুক্তির কোনো পথ থাকে না।