ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি বোমা দিয়ে ধ্বংস হবে না : আরাগচি

ইরানের পারমাণবিক শক্তি সংক্রান্ত জ্ঞান ও শান্তিপূর্ণ পারমাণবিক শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প সামরিক আগ্রাসনের মাধ্যমে ধ্বংস করা যাবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ মঙ্গলবার (১ জুলাই) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘বোমা হামলার মাধ্যমে (শান্তিপূর্ণ ইউরেনিয়াম) সমৃদ্ধকরণের প্রযুক্তি ও বিজ্ঞানকে মুছে ফেলা যায় না।’ খবর প্রেস টিভির।
গত ১৩ জুন ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। এরপর ১২ দিনের সংঘাতের শেষ দিকে যুক্তরাষ্ট্রও এ হামলায় অংশ নেয়। দেশটির সামরিক বাহিনী ইরানের কেন্দ্রীয় ও উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে।
আরাগচির এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, মার্কিন হামলার লক্ষ্যবস্তুগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে। তবে এই দাবি পেন্টাগনের নিজস্ব মূল্যায়নেই মিথ্যা প্রমাণিত হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ইরান তাদের ক্ষয়ক্ষতি পূরণে সম্পূর্ণভাবে সক্ষম। আমরা ইচ্ছা করলেই ক্ষয়ক্ষতি মেরামত করে এই শিল্পে আবারও অগ্রগতি সাধন করতে সক্ষম হব। পারমাণবিক শিল্প এখন জাতীয় গর্বের উৎস।

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার সম্ভাবনা সম্পর্কে আরাগচি বলেন, ‘আমার মনে হয় না, আলোচনা এত দ্রুত শুরু হবে। পুনরায় আলোচনায় বসার আগে আমাদের নিশ্চিত হতে হবে, কূটনৈতিক প্রক্রিয়ার সময় যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালানো থেকে বিরত থাকবে।’