গাড়ির কাচ ভেঙে কাকে পেল পুলিশ?

ফোনে খবর এলো নিউইয়র্কের হাডসনে পার্কে রাখা একটি গাড়িতে এক নারী জমে বরফ হয়ে গেছে। তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছাল পুলিশ। সেখানে গিয়ে গাড়ির কাচ ভেঙে পুলিশের দল কিংকর্তব্যবিমূঢ়!
গাড়িতে যিনি সিটবেল্ট বেঁধে মুখে অক্সিজেন মাস্ক পরে বসে আছেন, আসলে তিনি সত্যিকারের কোনো মানুষ নন। একটি ম্যানিকিন (মানবমূর্তি)! ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের হাডসনে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, গত শুক্রবার এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানায় হাডসন এলাকায় পার্কে রাখা একটি গাড়িতে এক নারী জমে বরফ হয়ে গেছেন।
তিনি মৃতপ্রায়। খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি করে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে বরফে ঢাকা কারটির কাচ ভেঙে হতভম্ব হয়ে যান তাঁরা। মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গাড়িটিকে সারা রাত সেখানে রাখা হয়েছিল। পুলিশ জানায়, গাড়ির ভেতরে অক্সিজেন মাস্ক পরিহিত একটি ম্যানিকিন ছিল।
পুলিশ আরো জানায়, ম্যানিকিনটি ছিল একদম সত্যিকারের মানুষের মতো। তাঁর পরনে ছিল সাধারণ পোশাক, চশমা, জুতা, দাঁত এবং ত্বকে দাগ ছিল। সেটি সিটবেল্ট পরে ছিল। পরে জানা যায়, এর মালিক নিজেই পুলিশকে ফোন করে এ খবর জানিয়েছিলেন।
মালিক বলেন, তিনি এটি চিকিৎসাশাস্ত্রের প্রশিক্ষণের কাজে ব্যবহার করতেন।
পুলিশপ্রধান এডওয়ার্ড মুর এক বিবৃতিতে বলেন, ‘ম্যানিকিনের মালিক বুঝতে পারেননি যে আমরা এ বিষয়ে এমন পদক্ষেপ নেব।’
পরে ম্যানিকিনের মালিকের উদ্দেশে দেওয়া এক সতর্কবার্তায় পুলিশপ্রধান মুর বলেছেন, আর কখনো যদি কেউ হাডসনে পার্কে গাড়িতে ম্যানিকিনটি বসিয়ে রাখেন তবে তাঁর গাড়ির জানালা ভেঙে দেওয়া হবে।