মার্কিন ড্রোনটি চুরি করেছে চীন, অভিযোগ ট্রাম্পের

চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রর নৌবাহিনীর একটি ড্রোন চুরির অভিযোগ এনেছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে এটি চুরি করা হয়েছে বলে তাঁর অভিযোগ।
আজ শনিবার এক টুইটার বার্তায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আন্তর্জাতিক জলসীমা থেকে মার্কিন নৌবহরের একটি গবেষণা ড্রোন চুরি করেছে চীন। এটিকে নিয়মবহির্ভূতভাবে চীনের দিকে নিয়ে যাওয়া হয়েছে।’
ব্রিটেনের গণমাধ্যম দি ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ড্রোনটি ফিরিয়ে আনতে দুই দেশের সেনা কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করছেন।
আজ শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা যা বুঝেছি তা হলো, দুই দেশই তাদের সেনাবাহিনীর মাধ্যমে বিষয়টির সমাধান করার চেষ্টা করছে।’
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বলছে, ড্রোনটি সমুদ্রের নিচে কিছু গবেষণা কাজ করছিল এবং এটি বেসামরিক ব্যক্তিদের পরিচালিত ছিল।
ড্রোনটি ফিরিয়ে আনতে চীনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে যুক্তরাষ্ট্র।