ষষ্ঠ গণবিলুপ্তির বিশ্বের প্রাণিজগৎ!

বৈশ্বিক উষ্ণতার সঙ্গে লড়াই করে টিকে আছে বর্তমান পৃথিবীর প্রায় অর্ধেকের বেশি প্রাণী প্রজাতি। ভবিষ্যৎ আরো আশঙ্কাময়। আগামী ৫০ বছরের মধ্যেই পৃথিবীর প্রাণী প্রজাতি গণবিলুপ্তির সম্মুখীন হবে, যা পৃথিবীর ইতিহাসে ষষ্ঠবারের মতো ঘটবে।
পৃথিবীর এই সংকটময় সময়ে প্রাণিজগতের জন্য আরেক সমস্যা হলেন মার্কিন নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প, যিনি পরিবেশবিজ্ঞানের সবকিছু অগ্রাহ্য করছেন।
ডোনাল্ড ট্রাম্পকে ‘বিশ্বব্যাপী দুর্যোগ’ বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষক জন উইনস। খ্যাতিমান এই জীববিজ্ঞানী বলেন, আগামী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হলে তাঁকে ‘এখনই আত্মহত্যা করতে’ বলবেন।
সরাসরি দেখা হলে আসলে ট্রাম্পকে কী বলবেন এমন প্রশ্ন করা হলে জন উইনস বলেন, ‘আমি হয়তো বলতে পারি, বিশ্বের অপর পাশের কোনো দেশের গ্যাস নির্গমণের জন্য আমাদের (যুক্তরাষ্ট্রের) শষ্যের ক্ষতি হচ্ছে, যে কারণে মানুষকে অভুক্ত থাকতে হতে পারে। এ ক্ষেত্রে আপনি কী করবেন?
উইনসের কল্পনায়, ট্রাম্প হয়তো বলবেন, আমাকে বলুন সেই দেশ কোথায়, কালই বোমা মারব। তখন আমি বলব, আমরা এমনটিই করছি, আমরাই বড় দূষণকারী। এরই মধ্যে খাদ্য নিরাপত্তা নিয়ে গুরুতর সমস্যায় পড়েছে মানুষ। মানুষের মৃত্যু ঘটবে, যে জন্য দায়ী থাকবে আমাদের দেশ এবং আমাদের মতো বড় দূষণকারীরা।’
জন ওয়ারেনের মতে, পৃথিবীর এক হাজার প্রাণী প্রজাতির মধ্যে ৪৭ শতাংশের অস্তিত্বই হুমকির মুখে। বিশ্বে শিল্প-কারখানা চালু হওয়ার আগের সময় থেকে বর্তমানে তাপমাত্রা বেড়েছে মাত্র ১ ডিগ্রি সেলসিয়াস। তবে এই হারে তাপমাত্রা বাড়তে থাকলে এই শতাব্দীর শেষে এই তাপমাত্রার পার্থক্য হবে ২ দশমিক ৬ থেকে ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।