নিউইয়র্কে নিখোঁজ ৪ ভারতীয় বংশোদ্ভূত নাগরিকের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত এক পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওয়েস্ট ভার্জিনিয়ার একটি আধ্যাত্মিক স্থানে যাওয়ার পথে তারা নিখোঁজ হয়েছিলেন। খবর এনডিটিভির।
স্থানীয় সময় রোববার (৩ আগস্ট) মারশাল কাউন্টির শেরিফ মাইক ডোগার্টি এই খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- আশা দিভান (৮৫), কিশোর দিভান (৮৯), শৈলেশ দিভান (৮৬) ও গীতা দিভান (৮৪)।
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি সবুজ রঙের টয়োটা ক্যামরি গাড়িতে করে নিউইয়র্কের বাফেলো থেকে ওয়েস্ট ভার্জিনিয়ায় যাচ্ছিলেন।
শেরিফের কার্যালয় এক ফেসবুক পোস্টে জানিয়েছে, নিখোঁজ চারজন একটি গাড়ি দুর্ঘটনার মারা গেছে। শনিবার রাতে নিহতদের মরদেহ বিগ হুইলিং ক্রিক রোডের পাশে একটি খাড়া ঢালের নিচে পাওয়া যায়।

এই চারজন প্রবীণ নাগরিককে সবশেষ গত ২৯ জুলাই পেনসিলভানিয়ার একটি বার্গার কিং রেস্তোরাঁয় দেখা গিয়েছিল। সিসিটিভি ফুটেজে তাদের রেস্তোরাঁয় ঢুকতে দেখা যায়। সেখানেই তারা শেষবার ক্রেডিট কার্ড ব্যবহার করেছিলেন। এরপর তাদের গাড়িটিকে একটি হাইওয়ে দিয়ে দক্ষিণের দিকে যেতে দেখা যায়।
শেরিফ ডোগার্টি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এই বিষয়ে তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন।