কেকের ওপর জ্বলল ৭২ হাজার ৫৮৫ মোমবাতি

যুক্তরাষ্ট্রে জন্মদিনের কেকের ওপর সবচেয়ে বেশি সংখ্যক মোমবাতি জ্বালিয়ে বিশ্বরেকর্ড সৃষ্টি করা হয়েছে। ভারতের আধ্যাত্মিক নেতা শ্রী চিন্ময়ের ৮৫তম জন্মদিন উপলক্ষে ৭২ হাজার ৫৮৫টি মোমবাতি জ্বালানো হয়।
ব্লোটর্চ দিয়ে মোমবাতিগুলো জ্বালানো হয়। চিন্ময় কুমার ঘোষ শ্রী চিন্ময় নামেই বেশি পরিচিত। তিনি ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে যান। তার পর থেকে তিনি মেডিটেশন (ধ্যান) শেখাচ্ছেন। নিউইয়র্কে শ্রী চিন্ময় সেন্টারে ১০০ জন এই কেকটি তৈরি করেন। এই মোমবাতিগুলো ৪০ সেকেন্ড জ্বলে আগের সব রেকর্ড ভঙ্গ করেছে।
ভ্যানিলা ক্রিম দিয়ে সাজানো কেকটির দৈর্ঘ্য ৮০ দশমিক ৫ ফুট এবং চওড়া দুই ফুট।
এখানে ঐতিহ্যগতভাবেই একজন অনেকগুলো মোমবাতি নিভিয়ে থাকে। সুতরাং কেকটিকে খাবারের যোগ্য নিশ্চিত করতেই কার্বন ডাই-অক্সাইড অগ্নিনির্বাপক দিয়ে মোমবাতিগুলো নেভানো হয়।
এর আগে গত এপ্রিলে ক্যালিফোর্নিয়ায় বেভারেজ কোম্পানি মাইকস হার্ড লিমোনেড একটি কেকে ৫০ হাজার ১১৫টি মোমবাতি জ্বালিয়ে বিশ্বরেকর্ড করে। সেই রেকর্ড ভঙ্গ করা হলো নিউইয়র্কে শ্রী চিন্ময়ের জন্মদিনে মোমবাতি জ্বালিয়ে।