ক্যালিফোর্নিয়ায় আগুনে ৪০ জনের মৃত্যুর আশঙ্কা

ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ড শহরে আগুনে ৪০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
তবে আগুনে এ পর্যন্ত নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ওকল্যান্ডের আগুন বিভাগের প্রধান টেরেসা ডেলোচে-রিড বলেন, আগুন লাগার সময় ভবনে ৫০ থেকে ১০০ জন লোক ছিল। পুলিশ জানায়, গ্রিনিচ সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগে।
ওই জায়গায় একটি কনসার্ট আয়োজন করেছিল ইলেকট্রনিক কোম্পানি গোল্ডেন ডনা। ফেসবুকে এ ঘোষণা দেওয়া হয়েছিল।
ফেসবুকে ফায়ার বিভাগের পোস্ট করা ভিডিওতে ওই ভবনের ছাদে আগুনের লেলিহান শিখা দেখা গেছে।
ডেলোচে-রিড জানান, ওই ভবনে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না এবং তাঁরা আগুন লাগার পর কোনো সতর্কতামূলক অ্যালার্ম শোনেননি।
ওই ভবনে আসবাব, ম্যানিকিন ও বিভিন্ন সামগ্রী রাখা ছিল। সেখানে শিল্পীরা থাকতেন। সেখানে তাঁদের স্টুডিও ছিল।