মিয়া খলিফাকে সৌদিতে মার্কিন দূত করার দাবি

প্রশাসন চালাতে নিজের দল গোছাতে যখন ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প, তখনই অনলাইনে অন্যরকম একটি দাবি তুলেছেন এক ব্যক্তি। পর্নো তারকা মিয়া খলিফাকে সৌদি আরবে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার দাবি করেছেন তিনি।
ডেলকম রদ্রিগোয়েজ-গোল্ডস্টেইন নামের ওই ব্যক্তি এই দাবি তুলেছেন। এরই মধ্যে দাবির পক্ষে সইও সংগ্রহ শুরু করেছেন তিনি। এতে এখন পর্যন্ত চার হাজার ব্যক্তি সই করেছেন।
ডেলকম বলেন, ‘মিয়া খলিফা আমাদের দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উন্নয়নে সাংস্কৃতিক পটভূমির নির্বিশেষে মানুষকে একত্রিত করার যোগ্যতা প্রমাণ করেছেন। তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে সঠিকভাবেই প্রতিনিধিত্ব করবেন।’
প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পে পর্নোতারকা মিয়া খলিফা এখন আর সক্রিয় নেই। গত জুলাই মাসে তিনি ওয়াশিংটনপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি পর্নো ব্যবসা ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তিনি শুধু এক বছরের জন্য পর্নো ইন্ডাস্ট্রিতে সক্রিয় থাকবেন। কিন্তু এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ভক্তের সংখ্যা বিশাল হয়ে গেছে। মিয়া খলিফার টুইটারের অনুসারী ১৩ লাখ ২০ হাজার জন এবং ইন্সটাগ্রামে ভক্তের সংখ্যা পাঁচ লাখেরও বেশি। তিনি এখন তাঁর ‘খ্যাতি’ যুক্তরাষ্ট্রে কলেজ ফুটবলকে জনপ্রিয় করার জন্য ব্যবহার করছেন।