কারচুপির সন্দেহ, যুক্তরাষ্ট্রে ভোট পুর্নগণনার উদ্যোগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনর্গণনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিন অঙ্গরাজ্যে এ উদ্যোগ নিয়েছেন নির্বাচনে অংশ নেওয়া গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন।
স্টেইন বলেছেন, ভোট গণনায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা দেখার জন্যই মূলত তিনি এ উদ্যোগ নিয়েছেন। তাঁর ধারণা, কোথাও কারচুপি হয়েছে। বিদেশি হ্যাকাররা নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে থাকতে পারে।
এই পুর্নগণনার আবেদন করার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের কাজও ইতিমধ্যেই শুরু করেছেন তিনি। স্টেইন ‘অনলাইন ফান্ড রাইজিং’ নামের একটি পেজ খুলে অর্থ সংগ্রহ করছেন। ইতিমধ্যেই ওই তহবিলে জমা পড়েছে আড়াই মিলিয়ন ডলার।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের ‘ব্যাটেলগ্রাউন্ড’ হিসেবে পরিচিত মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনের ভোট পুনরায় গণনার আবেদন করতে প্রায় ৬-৭ মিলিয়ন ডলারের প্রয়োজন হবে। আগামীকাল শুক্রবারের মধ্যেই তাঁকে এ অর্থ সংগ্রহ করতে হবে।
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিনটনের বিরুদ্ধে পেনসিলভানিয়া এবং উইসকনসিনে খুব কম ভোটের ব্যবধানে জয় পেয়েছেন এবং মিশিগানেও তিনি জয়ী হতে পারেন। যদিও এ অঙ্গরাজ্যে ভোটের চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা হয়নি।
জিল জানিয়েছেন, আগামীকাল শুক্রবার উইসকিনসনের ভোট পুর্নগণনার আবেদনের শেষ দিন। যেখানে ট্রাম্প ০.৭ শতাংশ বেশি ভোট পেয়ে জিতেছেন। পেনসিলভানিয়ায় এই ব্যবধান ছিল ১.২ শতাংশ। আর ওই অঙ্গরাজ্যে আবেদনের শেষ দিন আগামী সোমবার। আর ফল ঘোষিত না হওয়া মিশিগান অঙ্গরাজ্যে ট্রাম্প .০৩ শতাংশ ভোটে এগিয়ে আছেন। এখানে আবেদনের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।
জিল বলেছেন, তাঁর দৃঢ় বিশ্বাস নির্বাচনের এই ‘ব্যাটেলগ্রাউন্ডগুলোতে’ কোনো একটা কারচুপি হয়েছে। নইলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিন রাজ্যের ফলাফলই ট্রাম্পের পক্ষে যাওয়াটা অত্যন্ত সন্দেহজনক।