যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় ছয় স্কুলছাত্র নিহত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের চাতানুগা এলাকায় একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ছয় স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
স্থানীয় সময় সোমবার বিকেল ৪টার দিকে দুর্ঘটনার শিকার হয় ৫ থেকে ১০ বছর বয়সী স্কুলছাত্রদের বহনকারী বাসটি।
ঘটনাস্থলের একটি ছবিতে দেখা যায়, একটি গাছের ভেতর ঢুকে গেছে বাসটি। এটির ছাদ দুই ভাগ হয়ে গেছে।
চাতানুগা পুলিশের প্রধান ফ্রেড ফ্লেচার বলেন, ‘দুর্ঘটনার একটি কারণ হিসেবে বাসের গতিকে খুবই জোরালোভাবে বিবেচনা করা হচ্ছে।’
দুর্ঘটনার তদন্তকারীরা মনে করছেন, গাছের সঙ্গে সংঘর্ষের আগে বাসটি রাস্তার পাশের কোনো খুঁটির সঙ্গে ধাক্কা খায়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন বাসটির চালক। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি তদন্তকারীদের সহায়তা করছেন।
টেনেসির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়ের এক নারী মুখপাত্র বলেন, বাসে মৃত অবস্থায় পাওয়া যায় পাঁচ শিশুকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অপর শিশু।
ওই মুখপাত্র বলেন, ৩৫ শিশু বাসের যাত্রী ছিল।
চাতানুগা ফায়ার সার্ভিস জানিয়েছে, অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় ২৩ শিশুকে।