মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে দেশটির হাজারো জনতা। দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে হাজার হাজার মানুষ শনিবার সকাল থেকে কুয়ালালামপুর ও পুত্রজায়ায় দুটি সমাবেশস্থলে জড়ো হয়েছেন।
বিবিসি জানায়, বিক্ষোভকারীদের অনেকেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্ল্যাকার্ড এবং পোস্টার লিখে সমাবেশস্থলে জড়ো হয়েছেন। এ ঘটনায় সরকারপন্থীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের আশঙ্কা করছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ।
গত ১৫ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো শীর্ষ সংস্কারপন্থী সংগঠন ‘বারশি’ দুর্নীতির অভিযোগে নাজিব রাজাকের পদত্যাগ ও তাঁকে বিচারের মুখোমুখি করতে এ বিক্ষোভের আয়োজন করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, নাজিব শিশু সংক্রান্ত একটি বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি থেকে কয়েক বিলিয়ন ডলার সরিয়ে নিয়েছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে ‘রেড শার্ট’ পরা সরকারপন্থীরা তাঁদের প্রতিদ্বন্দ্বী ও সংস্কারপন্থী সংগঠন বারশির ‘ইয়োলো শার্ট’ পরা কর্মীদের প্রতিহত করার হুমকি দিলে সম্প্রতি উত্তেজনা তৈরি হয়। এর মধ্যেই সমাবেশের কয়েক ঘণ্টা আগে বারশির শীর্ষ দুই নেতাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। আর এ ঘটনা আরো বেশি উত্তেজনা ছড়িয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
শেষ খবরে রয়টার্স জানায়, বিক্ষোভ এড়াতে কুয়ালালামপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া গত রাতেই রাজধানীতে কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে রাজধানী ও এর আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
বিক্ষোভকারী দেরেক ওং (৩৮) বলেন, ‘আমরা একটি স্বচ্ছ সরকার চাই। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই।’
দেরেক ওং বলেন, ‘নাগরিক হিসেবে আমি দেশের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে এখানে এসেছি। আমরা আশা করি, নাজিবকে সরানো হবে এবং আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।’
অবশ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন।