হঠাৎ রহস্যময় ফেনায় ঢেকে গেল রাস্তা!

১৯৫৮ সালে মুক্তি পায় হলিউড ছবি ‘দ্য ব্লব’। ছবিটিতে দেখা যায় ভিনগ্রহের ফেনায় ভরে যায় যুক্তরাষ্ট্রের রাস্তা। ছবিটি সে সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। গতকাল শুক্রবার বাস্তবে একই রকম ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রে। রহস্যময় ফেনায় ভরে গেল ক্যালিফোর্নিয়া রাজ্যের সান্তা ক্লারা শহরের রাস্তা।
স্থানীয় সময় গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় এয়ারপোর্টের বিমান রাখার হ্যাংগার থেকে ফেনা বেরিয়ে আসে। পরে তা রাস্তায় ছড়িয়ে পড়ে। আর ধীরে ধীরে ঢেকে ফেলে বিমানবন্দর সংলগ্ন গাড়ি পার্কিংয়ের স্থান। একপর্যায়ে এই রহস্যময় ফেনা ঢেকে ফেলে রাস্তার পাশের গাড়ি থামার চিহ্নটিও।
তবে পরে জানা যায়, ভয়ের কিছুই নেই। হলিউডি ছবির মতো এটা ভিনগ্রহীদের আক্রমণ নয়। সিগনেচার ফ্লাইট সাপোর্ট নামের একটি বিমান সেবাদানকারী প্রতিষ্ঠানের অগ্নি নির্বাপন ব্যবস্থার অংশ সেটি।
সান্তা ক্লারার একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণেই এই ফেনা রাস্তায় ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ড ঘটেনি। আর এই ফেনা তেমন ক্ষতিকরও নয়।
ফেনা ছড়িয়ে পড়ার দুই ঘণ্টার মধ্যেই বেলা দেড়টার দিকে তা পরিষ্কারও করে ফেলে শহর কর্তৃপক্ষ।