ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন রুডি জুলিয়ানি

যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি। পররাষ্ট্র বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা না থাকলেও ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই পদে তাঁকে বলে জোরাল সম্ভাবনা তৈরি হয়েছে।
পরিচয় প্রকাশ না করে ডোনাল্ড ট্রাম্প শিবিরের একজন জানিয়েছেন, ৭২ বছর বয়সী রুডি জুলিয়ানি পররাষ্ট্রমন্ত্রী পদের একমাত্র দাবিদার। অবশ্য-পরবর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পদে জাতিসংঘের সাবেক দূত জন বোল্টনের নামও শোনা গেছে। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে জাতিসংঘে মার্কিন দূতের দায়িত্ব পালন করেছেন তিনি।
স্থানীয় সময় গতকাল সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল আয়োজিত এক অনুষ্ঠানে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গ উঠলে রুডি জুলিয়ানি বলেন, ‘এই পদের জন্য বোল্টনই ভালো হবে।’ অবশ্য এর বিকল্প হিসেবে নাম জানতে চাইলে তিনি হেসে বলেন, ‘হয়তো আমি।’
জানা যায়, রুডি জুলিয়ানি কট্টরপন্থী, আইনশৃঙ্খলার প্রতি কঠোর শ্রদ্ধাশীল ও অনমনীয় মনোভাবের বলেই পরিচিত। তাই পূর্বসূরি হিলারি ক্লিনটন ও কলিন পাওয়েলের চেয়ে তিনি ভিন্ন রকমই হবেন।
চলতি বছরের এপ্রিল থেকে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সমর্থন দিয়ে যান রুডি জুলিয়ানি। অভিবাসন, অর্থনীতি এবং নিরাপত্তা বিষয়ে ট্রাম্পের নীতির সমর্থন করেন তিনি। ট্রাম্পে সমালোচকদের প্রতি কঠোর জবাব দিয়েছেন তিনি।
শুধু পররাষ্ট্রমন্ত্রী পদেই চমক নয়, আরো কিছু নাটকীয় পরিবর্তনের কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হিসেবে রিচার্ড গ্রেনেলকে নিয়োগের পরিকল্পনা করছেন ট্রাম্প। নিজেকে সমকামী হিসেবে ঘোষণাকারী এই রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশের আমলে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের মুখপাত্র হিসেবে কাজ করেছেন।
এ ছাড়া ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় রিপাবলিকান জাতীয় কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন ২০১২ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনির ভাগ্নি রোনা রমনি ম্যাকড্যানিয়েল। আর দুটি বিষয় বাস্তবায়ন হলে ট্রাম্প-সমালোচকদের ভালোই জবাব দেওয়া হবে।