ট্রাম্পের জয়ে স্তম্ভিত বিশ্ব

ডোনাল্ড ট্রাম্পই হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এই ফল ওয়াশিংটনের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে বড় নাড়া দিয়েছে। মহাসাগর পেরিয়ে এই নাড়া পড়েছে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর।
রাজনীতিতে বাইরের মানুষ আবাসন ব্যবসায়ী (রিয়েল এস্টেট) ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হতে চলা ট্রাম্পের অপ্রত্যাশিত জয় এবং এর ফলে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশটির সম্পর্কের কী পরিবর্তন হচ্ছে তা নিয়ে ভাবছে মিত্র দেশগুলো।
ট্রাম্পের জয়ের পর পরই মার্কিনদের মিত্র দেশগুলো তাদের আর্থিক এবং নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলোর সঙ্গে আলোচনায় বসেছে।
যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশ দক্ষিণ কোরিয়া দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠক ডেকেছে। আর নেক্কেই পূঁজিবাজারে সূচক এক হাজার পয়েন্ট কমে যাওয়ায় দেশের আর্থিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ডেকেছে মার্কিন মিত্র জাপান। যুক্তরাজ্য এবং ফ্রান্সের পূঁজিবাজারেও দরপতন দেখা গেছে।
অনেকের মতে, চলতি বছরের জুনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ায় (ব্রেক্সিট) বিশ্ব স্তম্ভিত হয়েছিল। আরেকবার এই কাণ্ড হলো মার্কিন নির্বাচনে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জেরার্ড আরাউড টুইটার বার্তায় বলেন,ব্রেক্সিটের পর এই নির্বাচন, এখন সবই সম্ভব। চোখের সামনে বিশ্ব ভেঙে পড়া মানা যায় না।
সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট বলেন,পশ্চিমা বিশ্বের জন্য এটি একই বছরে দুটি ঝড়।