যুক্তরাষ্ট্রে রাশিয়ার দূতাবাসে ‘অজানা মাথা ব্যথায়’ একজনের মৃত্যু

একদিকে চলছে যুক্তরাষ্ট্রে ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা, একই সময়ে নিউইয়র্কের ম্যানহাটানে অবস্থিত রাশিয়ার দূতাবাসে ‘অজানা মাথা ব্যথায়’ একজনের মৃত্যু হয়েছে। পুলিশ এসে রাশিয়ার দূতাবাসের ভেতর থেকে ৬৩ বছর বয়েসী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
রাশিয়ার দূতাবাসের কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তা ও নিউইয়র্ক পুলিশের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, মঙ্গলবার সকাল থেকেই রাশিয়ার দূতাবাসের নিরাপত্তারক্ষায় নিয়োজিত ওই ব্যক্তি ‘অজানা মাথা ব্যথায়’ ভুগছিলেন। একপর্যায়ে প্রচণ্ড মাথাব্যথায় তিনি অজ্ঞান হয়ে গেলে সকাল ৭টায় দূতাবাস কর্তৃপক্ষ জরুরি নম্বর ৯১১- এ কল করেন।
পুলিশ এসে ওই ব্যক্তিকে দূতাবাসের নিরাপত্তারক্ষীদের ঘরে মৃত অবস্থায় দেখতে পান। দূতাবাস কর্তৃপক্ষ এই ঘটনায় কোনো সন্ত্রাসী ঘটনার যোগসাজশ দেখতে পায়নি বলে সূত্রের বরাতে জানিয়েছে ডেইলি মেইল।
পুলিশ নিহত ব্যক্তির মৃতদেহ ময়না তদন্ত করবে বলে জানিয়েছেন। এ ছাড়া নিরাপত্তরক্ষীর মৃত্যুর এ ঘটনায় আলাদা করে তদন্ত হবে বলেও জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।