ভোট দিলেন ডোনাল্ড ট্রাম্প

নিউইয়র্কে ভোট দিলেন ট্রাম্প। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সকালে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ভোট দিতে যান ট্রাম্প।
স্থানীয় সময় সকাল ১০টা ৫৮ মিনিটে নিউইয়র্ক সিটির একটি কেন্দ্রে ভোট দেন ট্রাম্প। বার্তা সংস্থা এপি জানিয়েছে, ট্রাম্পের রানিং মেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মাইক পেন্সকে সকালের দিকেই দেখা গেছে ভোটকেন্দ্রের দিকে যাচ্ছেন।
এদিকে ভোটগ্রহণের দিন সকালে ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘আমি মানুষের চোখে অনেক আশা, অনেক স্বপ্ন দেখেছি। যা পূরণ হয়নি। নেতৃত্ব এবং যথাযথ নেতৃত্বের মাধ্যমে তা পূরণ হতে পারত।’