শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত হিলারি-ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। তাই শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় নেতাকর্মীদের ব্যস্ততার শেষ নেই। ভোটারদের আকর্ষণ করতে শেষ মুহূর্তেও মাঠে রয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন।
বিবিসি জানিয়েছে, ভোটের ঠিক আগের মুহূর্তে আমেরিকার বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সভা-সমাবেশ করেছেন এ দুই প্রার্থী। এর মধ্যে রয়েছে ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও মিশিগান। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীদের এসব সমাবেশ ছিল বেশ তারকাবহুল।
শেষ সময়ের সভা-সমাবেশে হিলারির দাবি, তিনি বিশ্ববাসীকে একটি ‘আশাবাদী, সর্বব্যাপী এবং একটি বড় হৃদয়ের’ যুক্তরাষ্ট্র উপহার দিতে চান।
অন্যদিকে ট্রাম্প বলেছেন, ‘দুর্নীতি চিরতরে বন্ধ করতে এই নির্বাচনের থেকে বড় সুযোগ আর হয় না।’
ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সমাবেশে হিলারিকে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন তারকা শিল্পী বন জোভি ও ব্রুস স্প্রিংস্টিন। এ ছাড়া নর্থ ক্যারোলাইনার রালেই এলাকায় সমাবেশে হিলারির সমর্থনে ছিলেন আরেক জনপ্রিয় শিল্পী লেডি গাগা।
এসব সমাবেশে আত্মবিশ্বাসী হিলারি বলেন, নির্বাচনে জয়লাভের পর তিনি অবশ্যই ট্রাম্পকে টেলিফোন করবেন। পাশাপাশি দেশ গঠনে তিনি ট্রাম্পের গঠনমূলক ভূমিকা ও সাহায্য পাবেন বলেও আশা করেন।
অন্যদিকে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে একটি সমাবেশ করেছেন ট্রাম্প। এর আগে ফ্লোরিডায় এক সমাবেশে এই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বলেন, ‘আমি কোনো রাজনীতিবিদ না। স্রেফ আগ্রহের কারণেই আমার এসব কর্মসূচি।’
সর্বশেষ জরিপ অনুযায়ী এখন পর্যন্ত ডেমোক্রেট প্রার্থী হিলারি চার পয়েন্টের ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। এ ছাড়া এবার ভোটে হিসপ্যানিক ভোটারদের ব্যাপক অংশগ্রহণ হিলারিকে বাড়তি সুবিধা দেবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
সম্প্রতি ই-মেইল কেলেঙ্কারি থেকে হিলারিকে দায়মুক্তি দিয়েছে এফবিআই। ফলে ‘হিলারিকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট প্রার্থী’ বলে যে দাবি তুলেছিলেন ট্রাম্প, তা আর ধোপে টিকবে না বলে ধারণা করছেন অনেকেই।