মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে যুবকের কারাদণ্ড

জঙ্গি সংগঠন আল-কায়েদার কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মালয়েশীয় এক যুবকের ১০ বছর কারাদণ্ড হয়েছে।
স্থানীয় সময় সোমবার মালয়েশিয়ার এক আদালত এ রায় দেন। জঙ্গি সংগঠনে যুক্ত থাকার অভিযোগে এই প্রথম কোনো মালয়েশীয় নাগরিকের কারাদণ্ড হলো।
দণ্ডপ্রাপ্ত যুবক মোহাম্মদ হিদায়েত আযমান (২০) দেশটির পেরাক অঞ্চলে কুয়ালা মোহনবাগান এলাকায় ‘জান্ড আল আকসা’ নামে একটি জঙ্গি সংগঠন পরিচালনা করতেন। এ ছাড়া আল-কায়েদার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া যায়। মোহাম্মদ হিদায়েত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২০১৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালে ১ সেপ্টেম্বর পর্যন্ত সিরিয়া ঘনঘন যাতায়াত করার বিষয়টি মালয়েশিয়ার সন্ত্রাস দমনবিষয়ক বিশেষ বিভাগের কাছে ধরা পড়ে। এই পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে ৭ ডিসেম্বর মিসর থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে বুকিত আমানের সন্ত্রাস দমন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
হিদায়েতের বাড়ি মালয়েশিয়া পেরাকের কুয়ালা মোহনবাগান। ১৮ বছর বয়সে পরিবার তাঁকে মিসরে পড়াশোনার জন্য পাঠায়। মিসরীয় কলেজের প্রাক্তন এই ছাত্র একপর্যায়ে এসে আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়ে।