মার্কিন রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

বিমানবাহী রণতরী ইউএসএস ম্যাসন। ছবি : সংগৃহীত
ইয়েমেনের সমুদ্র উপকূলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বাংলাদেশ সময় আজ সোমবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস এ তথ্য জানিয়েছেন।
ক্যাপ্টেন জেফ ডেভিস জানান, বিমানবাহী রণতরী ইউএসএস ম্যাসন লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকা থেকে ক্ষেপণাস্ত্র চালানো হয়। যদিও এগুলো পানিতে এসে পড়ে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা জানান, বিমানবাহী রণতরীটি উপকূল থেকে ১২ নটিক্যাল মাইলের (২২ কিলোমিটার) বেশি দূরত্বে লোহিত সাগরে অবস্থান করছে। জায়গাটি বাব আল-মানদেব প্রণালির উত্তরে।