মালয়েশিয়ার তেলবাহী জাহাজ ‘ছিনতাই হয়নি’

মালয়েশিয়ার জ্বালানি তেলবাহী একটি জাহাজ ছিনতাইকারীদের কবলে পড়ার খবর বের হলেও এটিকে নাবিকরা ইন্দোনেশিয়ায় নিয়ে গেছেন বলে জানা গেছে।
দুই দেশের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, নয় লাখ লিটার ডিজেল বহনকারী এমটি ভির হারমনি নামক জাহাজটিকে ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপে খোঁজা হচ্ছে। জাহাজে থাকা ওই ডিজেলের বাজার মূল্য তিন লাখ ৯২ হাজার ৭৯৫ ডলার।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মুখপাত্র ইদি সুকিপ্তো বলেন, ‘একটি অভ্যন্তরীণ ব্যবস্থাপনা সমস্যার কারণে বিভান্তি সৃষ্টি হয়েছিল।’
মালয়েশিয়ার পক্ষ থেকে জাহাজটি নিখোঁজ হওয়ার কারণ হিসেবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা উল্লেখ করা হয়েছে।
গত সোমবার জাহাজটি মালয়েশিয়ার কুনাতান বন্দর থেকে নিখোঁজ হয়। প্রথমে মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, জাহাজটি ছিনতাই হয়েছে।
মালয়েশিয়ার সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা এমএমইএর প্রধান জানান, জাহাজের অপারেটর ও নাবিকের মধ্যে যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল তা নিরসন হয়েছে। কিন্তু আসলে কী ঘটেছিল এবং জাহাজটি মালয়েশিয়ায় ফিরে যাবে কি না তা তিনি জানাননি।