বিশ্বের উষ্ণতম এপ্রিল মাস

স্মরণকালের ইতিহাসে চলতি বছরের এপ্রিলের তাপমাত্রা ছিল সর্বাধিক। এই নিয়ে গত সাত মাসের তাপমাত্রা অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি হলো। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানায়, নাসার হিসাব অনুযায়ী গত মাসের তাপমাত্রার গড় ছিল চলতি বছরের জানুয়ারির সমান। এর আগে ২০১০ সালের এপ্রিল ছিল সর্বাধিক উষ্ণ। তবে চলতি বছরের এপ্রিলের তাপমাত্রার গড় ওই বছরের এপ্রিলের গড় তাপমাত্রার চেয়ে দশমিক ২৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের কর্মকর্তা ক্রিস্টেনা ফিগারেস বলেন, এ বছর এল নিনো প্রচণ্ড হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশ্বজুড়ে রেকর্ড পরিমাণ দাবানল, ভারতে রেকর্ড খরাসহ বিভিন্ন চরমভাবাপন্ন আবহাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এর সমাধানে ঐকমত্য ছাড়া সম্ভব নয়।
বিষুবরেখা বরাবর প্রধানত প্রশান্ত সাগরের পূর্বে যে গরম পড়ে, সেটাই এল নিনো। তবে আরো বিস্তৃত করে বললে, এই উষ্ণ পানিই অর্ধেক পৃথিবীতে গভীর প্রভাব ফেলে-ক্যালিফোর্নিয়ায় ভারি বৃষ্টিপাত, অস্ট্রেলিয়ায় আগুন ও প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় ইত্যাদি।
নাসার গডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাটিজের পরিচালক গ্যাভিন স্মিড এক টুইট বার্তায় বলেন, এপ্রিল পর্যন্ত তাপমাত্রার রেকর্ড থেকে বলা যায়, এ বছর পৃথিবীর তাপমাত্রা হবে স্মরণকালের মধ্যে সর্বাধিক। বিষয়টি ৯৯ ভাগ এখনই নিশ্চিত।
এপ্রিলের তাপমাত্রা বৃদ্ধি বৈশ্বিক জলবায়ু সম্মেলনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। এভাবে তাপমাত্রা বেড়ে যাওয়ার রেকর্ড হতে থাকলে কোনোভাবেই ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা বৃদ্ধি চেপে রাখা সম্ভব হবে না। ২০১৫ সালে প্যারিসের জলবায়ু সম্মেলনে ওই পরিমাণ গৃহীত হয়।