রোড সাইন চুরিতে অভিযুক্ত মার্কিন মেয়র

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি শহরের মেয়রের বিরুদ্ধে সেখানকার ১১১টি রোড সাইন (সড়কে লাগানো নির্দেশিকা) চুরির অভিযোগ উঠেছে। অব্যবস্থাপনা ও চুরির অভিযোগে গত সোমবার ওই মেয়রকে গ্রেপ্তার করেছে অঙ্গরাজ্যের পুলিশ।
হাফিংটন পোস্ট জানিয়েছে, নিউইয়র্ক অঙ্গরাজ্যের ফ্রাঙ্কফোর্ট শহরে প্রায় এক যুগ ধরে মেয়রের দায়িত্ব পালন করছেন ফ্রাঙ্ক মোরাক্কো (৬০)। ২০০৪ সাল থেকে তিনি ওই শহরের মেয়র। একই সঙ্গে ২০০১ সাল থেকে সড়ক বিভাগের রোড সাইন ফোরম্যান হিসেবে কাজ করেন ফ্রাঙ্ক।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের পুলিশ জ্যাক কেলার হাফিংটন পোস্টকে বলেন, ২০১৫ সালে অভিযোগ পেয়ে ফ্রাঙ্ক মোরাক্কোর বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
জ্যাক কেলার আরো বলেন, মেয়র ফ্রাঙ্ক অঙ্গরাজ্যের প্রশাসনিক বিভাগের মাধ্যমে ১১১টি রোড সাইন তৈরি করান। পরে এগুলো ফ্রাঙ্কফোর্ট সড়ক বিভাগকে দেওয়ার ব্যবস্থা করেন তিনি। তবে নিয়ম অনুযায়ী শহর কর্তৃপক্ষ রোড সাইন তৈরির কথা জানাবে এবং পরে এর জন্য নির্ধারিত অর্থ বরাদ্দ দেবে। তবে মেয়র ফ্রাঙ্ক এ পদ্ধতি তোয়াক্কা করেননি।
জানা গেছে, মেয়র ফ্রাঙ্ক মোরাক্কোকে আগামী ৩ মে ফ্রাঙ্কফোর্ট শহরের আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
ফ্রাঙ্কফোর্ট শহর কর্তৃপক্ষ অবশ্য মেয়র ফ্রাঙ্কের রোড সাইন চুরির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে শহরের অনেকে এখনো তাঁকেই মেয়র রাখার পক্ষে।