ওয়াইওমিংয়ে হিলারিকে হারালেন স্যান্ডার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে মনোনয়নের দৌড়ে আরেক ধাপ এগোলেন ভারমন্টের সাবেক সিনেটর বার্নি স্যান্ডার্স। দলটি থেকে আরেক মনোনয়নপ্রত্যাশী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনকে ওয়াইওমিংয়ে হারিয়ে দিয়েছেন তিনি।
বিবিসি জানিয়েছে, ওয়াইওমিংয়ের ১৪ ডেলিগেটের মধ্যে সমান সাতটি করে পাবেন স্যার্ন্ডাস ও হিলারি। তবে সর্বশেষ আটটি অঙ্গরাজ্যের ভোটে সাতটিতেই জিতেছেন স্যান্ডার্স। এর পরও পুরো মনোনয়ন দৌড়ে এখনো এগিয়ে হিলারি।
ওয়াইওমিংয়ের পর স্যান্ডার্সের ডেলিগেট সমর্থন এক হাজার ৬১। অন্যদিকে ক্লিনটনের ডেলিগেট সংখ্যা এক হাজার ৭৪৯ জন। তবে ক্লিনটনের সঙ্গে সুপারডেলিগেট যুক্ত হয়েছেন ৪৬৯ জন, যাঁরা পরে সমর্থন প্রত্যাহার করতে পারেন। ডেমোক্রেট দল থেকে মনোনয়ন পেতে প্রয়োজন দুই হাজার ৩৮৩ ডেলিগেট। হিলারি ও স্যান্ডার্স উভয়েই এখন তাকিয়ে আছেন নিউইয়র্কের প্রাইমারির দিকে। চলতি মাসের শেষ দিকে এটি অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নের দৌড়ে বেশ দ্রুতই এগোচ্ছেন টেড ক্রুজ। কলোরাডোতে যতটা সম্ভব ডেলিগেট জোগাড়ের চেষ্টা করছেন তিনি। স্থানীয় সময় গতকাল শনিবার ওই অঙ্গরাজ্যে ১৩ ডেলিগেট তাঁদের সমর্থন জানানোর কথা। এর আগে গত শুক্রবারের স্টেট অ্যাসেম্বলিতে ক্রুজ ২১ ডেলিগেটের সমর্থন পেয়েছেন। অপর মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন মাত্র দুজনের সমর্থন। এর পরও মনোনয়ন দৌড়ে বেশ এগিয়ে আছেন ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত টেড ক্রুজের ঝুলিতে আছে ৫২০ ডেলিগেট, আর ট্রাম্প ৭৪৩ ডেলিগেটের সমর্থন জোগাড় করেছেন। টেড ক্রুজ অন্তত এমন ভোট আশা করছেন যেন ট্রাম্পের নিরঙ্কুশ জয় থামানো যায়। এর ফলে জুলাইয়ে অনুষ্ঠেয় রিপাবলিকান দলের সম্মেলনে প্রার্থী বেছে নেওয়ার সিদ্ধান্তে ক্রুজ ও ট্রাম্প দুজনকেই বিবেচনায় নিতে হবে।
১৯ এপ্রিল অনুষ্ঠেয় নিউইয়র্কের প্রাইমারি ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলের মনোনয়নপ্রত্যাশীদের জন্যই গুরুত্বপূর্ণ। এখানে ডেমোক্রেটদের ডেলিগেট আছে ২৯১ জন, আর রিপাবলিকান ডেলিগেট সংখ্যা ৯৫।
চলতি বছরের ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই মেয়াদে প্রেসিডেন্টে থাকা ডেমোক্রেট বারাক ওবামার স্থলাভাষিক্ত হবেন নতুন প্রেসিডেন্ট।