তরমুজ বিস্ফোরণে কাঁপছে ইন্টারনেট!

টেবিলের ওপর রাখা একটি সবুজ তরমুজ। এর দুই পাশে আপাদমস্তক পানিরোধী পোশাক পরে দাঁড়ানো দুই ব্যক্তি। এরা দুজনে মিলে একটি পরীক্ষা চালাচ্ছেন। কী সেই পরীক্ষা?
পরীক্ষাটির নাম তরমুজ বিস্ফোরণ। অবাক হচ্ছেন? ভাবছেন এ কেমন পরীক্ষা? কীভাবেই বা বিস্ফোরণ ঘটানো হবে সাধাসিধে একটি তরমুজকে।
তাহলে জেনে নিন কীভাবে বিস্ফোরণ ঘটানো হলো তরমুজের।
দুই ব্যক্তি তরমুজের ঠিক মাঝামাঝি স্থানে একের পর এক রাবার ব্যান্ড পরাতে থাকেন। প্রায় ৪৫ মিনিট ধরে ৬’শরও বেশি ব্যান্ড তরমুজটিতে পরান তাঁরা। এরপরই ৬৯০ নম্বর ব্যান্ডটি পরানোর সময় হঠাৎ বিস্ফোরিত হয় তরমুজটি।
মজার এই ভিডিওটি শুধু ফেসবুকেই দেখেছেন ৩০ লাখ মানুষ। আর টুইটারসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা তো হচ্ছেই।
ভিডিওর শুরুতেই চেলসি এবং জেমস নামের দুজন নিজেদের পরিচয় দিয়ে বলেন, তাঁরা এখন এই তরমুজটি বিস্ফোরণের চেষ্টা করবেন। এজন্য তরমুজের মাঝ বরাবর রাবার ব্যবন্ড পরানো হচ্ছে। এরপর একে একে ব্যান্ড পরানো শুরু করেন তাঁরা। প্রতিবারই ভাবছিলেন এই বুঝি বিস্ফোরণ ঘটবে। তবে বিস্ফোরণের জন্য পুরো ৬৮৯টি ব্যান্ড পরাতে হয় তাঁদের। এর পরই বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ে তরমুজটি। এতে আশপাশে অপেক্ষমাণ দর্শকরা উল্লাসিত হয়ে ওঠেন আর বিস্ফোরিত তরমুজটি খেতে শুরু করেন জেমস ও চেলসি।
BOOM pic.twitter.com/35YBKUsN39
— Brandon Wall (@Walldo) April 8, 2016