ইঙ্গিতে স্বামীর ব্যভিচারের কথা জানালেন হিলারি

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্টলেডি হিলারি ক্লিনটন আকার ইঙ্গিতে তাঁর স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ব্যভিচারের কথা জানিয়েছেন। এসব জেনে দুঃখ পাওয়ার পরও স্বামীকে মেনে নিয়েছিলেন হিলারি। স্থানীয় সময় গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে কৃষ্ণাঙ্গ মার্কিনিদের এক গির্জায় হিলারি ক্লিনটনের বক্তৃতায় বিষয়গুলো উঠে আসে।
দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কৃষ্ণাঙ্গদের গির্জায় হিলারিকে তাঁর অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানানো হয়। ক্লিনটনও তাঁর জীবনের ফেলে আসা বিভিন্ন কঠিন সময়ের কথা তুলে ধরেন। ওই সময় বাইবেলের বাবা ও দুই ছেলের একটি গল্পের কথা বলা হয়।
বাইবেলের গল্প অনুযায়ী, ছোট ছেলের দাবিতে বাবা দুই ছেলের সম্পদ ভাগ করে দেন। ছোট ছেলে নিজের ভাগের সম্পত্তি উড়িয়ে ফেলে। পরে কপর্দ অবস্থায় ও শীর্ণ দেহে সে বাবার সামনে আসে। কিন্তু বাবা ছোট ছেলের সব দোষ ভুলে গিয়ে বুকে তুলে নেন।
মার্কিন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, এই গল্পের মধ্য দিয়ে ইঙ্গিতে বিল ক্লিনটনের ব্যভিচারের কথা বলা হয়েছে, হিলারিকে বেশ কষ্ট দিয়েছে। কিন্তু এর পরও জনসমক্ষে সেই কষ্ট তিনি জানাননি। আর শেষ পর্যন্ত ভুল করার পরও বিলকে ক্ষমতা করে তাঁর সঙ্গেই থেকেছেন হিলারি।
চলতি বছর নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন এরই মধ্যে কৃষ্ণাঙ্গ মার্কিনিদের মধ্যে বেশ সাড়া ফেলেছেন। মিশিগান অঙ্গরাজ্যের ফ্লিন্টে এক বিতর্কের আগেই হিলারি কৃষ্ণাঙ্গদের তিনটি গির্জায় গিয়েছেন।