মিশিগানে হঠাৎ রহস্যময় আলকাতরা-বৃষ্টি!

হঠাৎ আলকাতরা বৃষ্টি! শুনে হয়তো সবাই অবাক হচ্ছেন। আলকাতরার আবার বৃষ্টি হয় নাকি? কিন্তু এমনটিই ঘটেছে। যুক্তরাষ্ট্রের মিশিগানে হ্যারিসন টাউনশিপে বাড়ি ও বাইরে রাখা গাড়ির উপর রহস্যময় কালো ও তৈলাক্ত পদার্থ দেখা গেছে। পদার্থটি অনেকটা আলকাতরার মতো। অগ্নিনির্বাপক বিভাগ বলেছে, আগুন থেকে এই পদার্থের সৃষ্টি হয়নি।
হ্যারিসন টাউনশিপের বাসিন্দারা স্থানীয় সময় গত রোববার সকালে জেগে দেখে তৈলাক্ত পদার্থ দিয়ে তাঁদের বাড়ি ও গাড়ি ঢেকে গেছে। এ ঘটনার পর কয়েকদিন কেটে গেছে। কিন্তু এটি কী ধরনের পদার্থ এবং কোথা থেকে এলো, এখনো তা রহস্যই থেকে গেছে।
এ ব্যাপারে প্রত্যেকে উদ্বিগ্ন উল্লেখ করে হ্যারিসন টাউনশিপের বাসিন্দা পল স্লুটো (৭৩) এবিসি নিউজকে জানান, তাঁর বড় চিন্তা হলো, এই পদার্থ যদি ক্ষতিকর হয়। এ কারণে গত মঙ্গলবার সকালে তিনি স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগ, পরিবেশ সুরক্ষা বিভাগ ও সেলফ্রিজ এয়ার ন্যাশনাল গার্ড বেজসহ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছেন।
হ্যারিসন টাউনশিপের অগ্নিনির্বাপক বিভাগের প্রধান মিশেল লোপেজ বলেছেন, মঙ্গলবার অগ্নিনির্বাপক বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি ছাইয়ের সঙ্গে তেল মেশানো পদার্থের মতো। তিনি আরো বলেন, ‘এটি সরাসরি পড়েছে বলে মনে হচ্ছে। শুধু বাড়ি ও গাড়ির ওপরই নয়, ওই এলাকার সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।’
অগ্নিনির্বাপক বিভাগ রাসায়নিক বিশ্লেষণ করেনি। কিন্তু একটা ব্যাপারে নিশ্চিত যে আগুন থেকে এই পদার্থের সৃষ্টি হয়নি। স্লুটো জানান, তাঁর ধারণা এই এলাকা থেকে কয়েক মাইল দূরে অবস্থিত বিমান ঘাঁটি থেকে এই পদার্থ ছড়িয়েছে। কিন্তু সেলফ্রিজ এয়ার ন্যাশনাল গার্ড বেজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এই পদার্থ কোনো সামরিক বিমান থেকে ছড়িয়েছে-এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।