বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী বালিকা’ মডেলের আকর্ষণীয় চুক্তি

মাত্র ১০ বছর বয়সেই সারা বিশ্বে সে একজন বালিকা সুপার মডেল হিসেবে পরিচিত। এখন আবার ‘লা মডেলসে’র মতো যুক্তরাষ্ট্রের বড় সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। বলা হচ্ছে বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী বালিকা’ মডেল ক্রিস্টিনা পিমেনোভার কথা। রুশ বংশোদ্ভূত এই বালিকা রাশিয়ার রাজধানী মস্কো থেকে লস অ্যাঞ্জেলেসে গিয়ে এই চুক্তিতে সই করেছে।
লা মডেলস তার তরুণ মডেলদের বিভাগের জন্য ক্রিস্টিনার সঙ্গে চুক্তি করেছে। সংস্থাটির মালিক হেইঞ্জ হোলবা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘মডেলিং দুনিয়ায় মাত্র ১০ বছর বয়সে খ্যাতি অর্জন ছোট কোনো কৃতিত্ব নয়। এই বালিকা সুপার মডেলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক রাখতে চায় এই সংস্থা।’
ফেসবুক, ইনস্টাগ্রামে নিয়মিত ক্রিস্টিনার ছবি প্রকাশিত হয়। কিন্তু প্রায়ই তার ছবিতে নানা ধরনের মন্তব্য করে তার অনুসারীরা। গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তার কিছু ছবির জন্য তার মাকে ব্যাপকভাবে সমালোচিত হতে হয়েছে।
ক্রিস্টিনা মাত্র তিন বছর বয়স থেকে মডেলিং করছে। যখন তার চার বছর বয়স, তখন থেকে সে ক্যাটওয়াক করে। ফেসবুকে তার অনুসারীর সংখ্যার ২০ লাখ আর ইনস্টাগ্রামে ১০ লাখ। এই দুটি অ্যাকাউন্টই তার মা গ্লিকেরিয়া পিমেনোভা (৪০) পরিচালনা করে থাকেন। তার ছবিতে মাঝে মাঝে তার অনুসারীদের অনেকে আপত্তিকর মন্তব্য করেন। কেউ কেউ তাকে ‘শিশু’ থাকার পরামর্শও দেন।
ডেইলি মেইল জানিয়েছে, গত বছর ক্রিস্টিনার মায়ের বিরুদ্ধে মেয়েকে যৌন উদ্দীপক হিসেবে উপস্থাপন করার অভিযোগ ওঠে। এর প্রতিক্রিয়ায় তিনি বলেন, তাঁর মেয়ে শিশুদের পোশাক পরেই মডেলিং করে। এসব ছবিকে যারা যৌনোদ্দীপক হিসেবে ভাবছে তারা যৌন নিপীড়নকারীর মানসিকতায় ভুগছে।
গ্লিকেরিয়া বলেন, ‘আমি মনে করি, ওর সবগুলো ছবিই সম্পূর্ণভাবে শিশুসুলভ। এই সব ছবিগুলোকে যদি কেউ যৌন-উদ্দীপক হিসেবে দেখে তাহলে তার এখনই চিকিৎসকের কাছে যাওয়ার সময় হয়েছে।’
ক্রিস্টিনা এরই মধ্যে ঈর্ষণীয় ক্যারিয়ার গড়ে তুলেছে। তার ছবি ভোগ বামবিনি ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পেয়েছে। মাত্র সাত বছর বয়সে সে রোবার্তো কাভালি, ডলসে অ্যান্ড গাব্বানা, আরমানি ও বেনেটনের মতো ফ্যাশন প্রতিষ্ঠানের হয়ে ক্যাটওয়াক করেছে।
ক্রিস্টিনার বাবা রুশলান পিমেনোভা (৩৩) একজন অবসরপ্রাপ্ত ফুটবল খেলোয়াড়। তিনি ২০০২ সালে রাশিয়ার হয়ে ফিফা ওয়ার্ল্ড কাপে খেলেছিলেন।