পর্নো ছবিতে ক্লিক নয়, অজানা বন্ধু নয়

ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সামরিক বাহিনীর সদস্যদের কী কী কাজ থেকে বিরত থাকতে হবে, কর্তৃপক্ষ তার একটি নির্দেশিকাও প্রকাশ করেছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সেনাসদস্যদের জন্য ভারতীয় সামরিক বাহিনীর নির্দেশিকায় ফেসবুক ও অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পর্নো ছবি দেখা বন্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে বারণ করা হয়েছে অজানা কারো সঙ্গে বন্ধুত্ব। এ ছাড়া সামরিক পোশাক ও অস্ত্র হাতে কোনো ছবি অন্য কারো সঙ্গে ‘শেয়ার’ করতে বারণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ও ‘ডিজিটাল’ মাধ্যমে উল্লেখিত বিষয়গুলোসহ আরো দশটি বিষয়ে সেনাসদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেনাসদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে এসব বিষয় প্রযোজ্য হবে।
গত ৩১ ডিসেম্বর প্রকাশিত সামরিক বাহিনীর নির্দেশিকা বাহিনীর প্রতিটি পর্যায়ের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শকাতর তথ্য প্রকাশের দায়ে এক বিমান কর্মকর্তা গ্রেপ্তারের পরই সামরিক বাহিনীর সদস্যদের এই বিষয়ে সতর্ক করতে উদ্যোগ নিয়েছে।
জানা গেছে, গত ২৮ ডিসেম্বর বিমান বাহিনীর কর্মকর্তা রঞ্জিত কেকে গ্রেপ্তার হন। বিমানঘাঁটি সম্পর্কে স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রকাশের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এক নারীকে ফেসবুকে তিনি ওই তথ্য জানান। তবে রঞ্জিতের দাবি, ওই নারীকে যুক্তরাজ্যের সাংবাদিক মনে করেছিলেন তিনি। পরে জানা যায়, উল্লেখিত নারী ছিলেন একটি গুপ্তচর দলের সদস্য।