উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় নিহত ৪, বহু মানুষ নিখোঁজ

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরলি গ্রামে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন ও নিখোঁজ রয়েছেন। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
উত্তরকাশীর ধরলি গ্রামের পাহাড়ি ঢলের ভিডিও ফুটেজের ভয়াবহ দৃশ্যে দেখা যায়, ক্ষীর গঙ্গা নদীর জলধারা বাসিন্দাদের বাড়ির দিকে প্রচণ্ড বেগে ছুটে আসছে। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ও অনেকেই আটকা পড়েন।
ঘটনার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি জানিয়েছেন, মানুষকে সাহায্য করার জন্য সম্ভাব্য সব প্রচেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।
ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ ও জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ)-এর দল উদ্ধার কাজ শুরু করার জন্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের জন্য এই দলগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মুখ্যমন্ত্রী ধামি বলেন, জেলা প্রশাসন, সেনাবাহিনী, এনডিআরএফ ও রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ ও সরিয়ে নেওয়ার কাজ করছে। প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে ও ক্ষতিগ্রস্ত নাগরিকদের সর্বাত্মক সহায়তা প্রদান করা হচ্ছে।
এই বর্ষায় উত্তরাখণ্ডে ভারি বৃষ্টিপাত হচ্ছে ও হরিদ্বারে গঙ্গাসহ প্রধান নদীগুলো উত্তাল রয়েছে। সোমবার (৪ আগস্ট) রুদ্রপ্রয়াগ জেলায় বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে ও দুটি দোকান চাপা পড়েছে।

স্থানীয় আবহাওয়া অফিস আজ পাহাড়ি রাজ্যে অত্যন্ত ভারি বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে। একই সঙ্গে সপ্তাহজুড়ে ভারি বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।