চীনে যাচ্ছেন মোদি, শি-পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশন সামিটে (এসসিও) যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। যদিও এই সফর সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তবে সরকারি সূত্র জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আয়োজনে অনুষ্ঠিতব্য এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। এই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত থাকবেন। সম্মেলনটি উত্তর চীনের বোহাই সাগরের তীরে অবস্থিত তিয়ানজিন শহরে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
জানা গেছে, মোদির অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতে আসবেন। তিনি সম্মেলনের ফাঁকে মোদি ও শি-এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আলোচ্য সূচি নিয়ে আলোচনা করবেন। ওয়াং ই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়েও আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, ২০১৮ সালের জুনে এসসিও সম্মেলনে যোগ দিতে চীন সফর করেছিলেন মোদি। এই সফরের মাধ্যমে মোদি ও শি জিনপিংয়ের মধ্যে ২০১৯ সালের পর দ্বিতীয় আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছর ব্রিকস সম্মেলনের ফাঁকে কাজানে তাদের মধ্যে একটি বৈঠক হয়েছিল, যেখানে মতবিরোধকে বিবাদে পরিণত হতে না দেওয়ার বিষয়ে সমঝোতা হয়।
এই সম্ভাব্য সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলছে। গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার জন্য ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

চীনের পাশাপাশি জাপান-ভারত বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য টোকিওতেও যেতে পারেন মোদি। এই সফরগুলো ভারতের জন্য গুরুত্বপূর্ণ, কারণ মধ্য এশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে এটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ।