বাংলাদেশে সক্রিয় হচ্ছে জেএমবি, ভারতের সতর্কবার্তা

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) আবারো সক্রিয় হয়ে উঠছে বলে বাংলাদেশ সরকারকে সতর্ক করে দিয়েছে ভারত। বাংলাদেশের কিছু অংশে জেএমবি সংগঠিত হতে শুরু করেছে জানিয়ে ভারত বলছে, এই উত্থান এ অঞ্চলের নিরাপত্তার ওপর প্রভাব ফেলবে।
সম্প্রতি ভারতের একটি প্রতিনিধিদল বাংলাদেশের পুলিশ বাহিনীর সঙ্গে এক বৈঠকে এসব তথ্য জানিয়েছে বলে দি ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে। বাংলাদেশ সরকারের এক সূত্র ইকোনমিক টাইমসকে এসব তথ্য জানিয়েছে।
প্রতিনিধিদলটি জানায়, ভারতের পশ্চিমবঙ্গ থেকে ধাওয়া খেয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের বগুড়া, সিলেট, রাজশাহী ও কুষ্টিয়া অঞ্চলে ঘাঁটি গাড়ছে জেএমবি।
সংগঠনটি বাংলাদেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে বলে একটি প্রতিবেদনে জানা গেছে। ঢাকার একটি সূত্রের বরাত দিয়ে ইকোনমিক টাইম বলছে, এই সন্ত্রাসী হামলা রুখতে ভারতীয় সহযোগীদের সঙ্গে কাজ করছে বাংলাদেশ।
পশ্চিমবঙ্গের বর্ধমানে জেএমবির যে ঘাঁটিগুলো ছিল, সেগুলো সরিয়ে সীমান্ত পার করে বাংলাদেশে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটির একটি সূত্র। এ থেকে বোঝা যায়, ভারতে লুকিয়ে থাকা জেএমবি সদস্যদের সঙ্গে যোগাযোগ রয়েছে বাংলাদেশের জেএমবি সদস্যদের। এ দুই দেশে লুকিয়ে থাকা জেএমবি সদস্যদের ধরতে তাই মোবাইল ফোন ট্র্যাক করা প্রয়োজন বলে ইকোনমিক টাইমসকে জানিয়েছে বাংলাদেশ সরকারের একটি সূত্র। এরই মধ্যে বাংলাদেশ সরকারের কাছে ১০০ জন জেএমবি সদস্যের নামের তালিকা হস্তান্তর করেছে ভারত।
ভারতের বর্ধমানে যে ধরনের হামলা চালানো হয়েছিল, বাংলাদেশেও জেএমবি সদস্যরা একই ধরনের হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেসব জেএমবি নেতা সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন, তাঁদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।