বৈধ কাগজপত্র ছাড়া ভারতে থাকার সুযোগ বাংলাদেশি শরণার্থীদের

বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে যাওয়া শরণার্থীরা বৈধ কোনো কাগজপত্র ছাড়াই দেশটিতে থাকতে পারবেন। মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের এই সুবিধা দেওয়া হচ্ছে। তবে গত বছর ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে যাওয়া সংখ্যালঘু শরণার্থীরাই কেবল এই সুবিধা পাবে। আজ মঙ্গলবার ভারতের লোকসভায় এ তথ্য জানানো হয়।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার লোকসভার অধিবেশনে একটি লিখিত প্রশ্নের জবাবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু দেশটিতে থাকা প্রতিবেশী দুই দেশের সংখ্যালঘু শরণার্থীদের ব্যাপারে জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরের ৭ সেপ্টেম্বরের এক সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছর ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে যাওয়া সংখ্যালঘুরা পাসপোর্টসহ ভ্রমণের কোনো নথি ছাড়াই বা এসব নথির তারিখ পার হয়ে গেলেও ভারতে থাকতে পারবেন। এখানে সংখ্যালঘু বলতে, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের বোঝানো হয়।
কিরেন রিজিজু আরো বলেন, ১৯৫৫ সালের আইন অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতে যাওয়া সংখ্যালঘুরা দেশটির নাগরিকত্ব পাবেন। বাংলাদেশের মধ্যে থাকা ভারতের বিলুপ্ত ছিটমহলের অধিবাসীরা এরই মধ্যে ভারতীয় নাগরিক হয়েছেন।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ভারতের মধ্যে অবস্থিত বাংলাদেশের ছিটমহল থেকে ১৪ হাজার ৮৬৪ জন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ১৯৫৫ সালের নাগরিকত্ব বিষয়ক আইনের ৭ অনুচ্ছেদ অনুযায়ী তাঁরা ভারতীয় নাগরিক হয়েছেন।
চলতি বছরের ১ আগস্ট বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় হয়।