গুপ্তধনের লোভে মন্দিরে খোঁড়াখুঁড়ি, আটক ১৫

গুপ্তধনের লোভে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক শতাব্দীর প্রাচীন মন্দিরে খোঁড়াখুঁড়ি চালিয়েছে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী কালাচাঁদ মন্দিরে। খবরটি জানাজানি হতেই নড়েচড়ে বসে পুলিশ ও প্রশাসন। তদন্তে নেমে তড়িঘড়ি করে ওই মন্দির সংস্কারের কাজে সম্পৃক্ত ১৫ জনকে আটক করেছে পুলিশ।
মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠান আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) বরাতে টাইমস অব ইন্ডিয়া জানায়, দৃর্বত্তদের খোঁড়াখুড়িতে মন্দিরের মূল ভবনের ক্ষতি হয়েছে।
জানা গেছে, মন্দিরটির চত্বরেই রয়েছে এএসআইয়ের কার্যালয়। নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ঠ মজবুত। কিন্তু এসবকে বুড়ো আঙুল দেখিয়ে সোমবার রাতে মন্দিরের ‘গর্ভগৃহে’ ঢুকে পড়েছিল গুপ্তধন সন্ধানীরা। গাঁইতি, শাবল, কোদাল দিয়ে মন্দিরের থাকা দেবমুর্তিকে সরিয়ে তার নিচে খোঁড়াখুড়ি চালিয়েছে। এই খোঁড়াখুড়িতে গুপ্তধন পাওয়া গেছে কি না তা জানা না গেলেও কঠোর নিরাপত্তার মধ্যে এই ঘটনায় অবাক স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা।