নেপালের ওপর কোনো অবরোধ দেয়নি ভারত : পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, নেপালের ওপর কোনো অবরোধ দেয়নি ভারত। নয়াদিল্লি থেকে প্রতিনিয়তই ট্রাকভর্তি ওষুধ যাচ্ছে প্রতিবেশী দেশটিতে।
স্থানীয় সময় সোমবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
গতকাল রাজ্যসভার অধিবেশনে ভারত-নেপাল সম্পর্ক নিয়ে আলোচনা হয়। সেখানে রাজ্যসভার কংগ্রেসদলীয় এক সদস্য নেপালের ওপর অবরোধ দেওয়া কিংবা নেপালের প্রতি ভারত দাদাগিরি করছে কি না, সে ধরনের প্রশ্ন করা হয় সুষমাকে। জবাবে তিনি বলেন, ‘সুসম্পর্ক থাকা একটি দেশের ওপর কেন আমরা অবরোধ দিতে যাব?’
‘আমরা অমানবিক নই... মদেশিদের (নেপালি জাতিগোষ্ঠী) বিক্ষোভের কারণে সীমান্তে ভারতের ১১ হাজার ট্রাক আটকা পড়েছে’, যোগ করেন সুষমা।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত দাদাগিরি করছে না, বরং যত্নশীল বড় ভাইয়ের মতো আচরণ করছে। এ সময় তিনি বলেন, ‘নেপাল সার্বভৌম দেশ। আমরা তাদের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখাই।
আমরা তাদের কোনো প্রেসক্রিপশন দিইনি, দিয়েছি পরামর্শ।’
সম্প্রতি নেপালে নতুন সংবিধান প্রণয়ন নিয়ে দেশটির সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়। ভারতের পক্ষ থেকে বলা হয়, নেপাল তড়িঘড়ি করে সংবিধান প্রণয়ন করেছে। জবাবে নেপাল অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে তাগিদ দেয়। এমনকি নেপালে ভারতীয় টেলিভিশন চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়।