‘ভারতের সব সেনা মিলেও সন্ত্রাসী ঠেকাতে পারবে না’

ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুখ আবদুল্লাহ বলেছেন, ভারতের সব সেনা মিলেও সন্ত্রাসী ও জঙ্গিদের ঠেকাতে পারবে না। এর আগে গতকাল শুক্রবার ফারুখ বলেছিলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর পাকিস্তানের এবং ভারত অধিকৃত জম্মু কাশ্মীর ভারতের হওয়া উচিত। এটা নিয়ে হানাহানির কিছু নেই।’ তাঁর ওই বক্তব্যের পর দেশব্যাপী সমালোচনার মুখে নতুন এই ব্যাখ্যা দিলেন কাশ্মীরের এই জাতীয়তাবাদী নেতা।
শুক্রবার কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ অনিবার্য নয় – এই বক্তব্যের পর শনিবার ওই বক্তব্যের ব্যখ্যা দিলেন। জম্মু-কাশ্মীরের সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, বহু বছর ধরে চলে আসা এই হানাহানি বন্ধ হওয়া দরকার। এটা সত্য যে আলোচনার কোনো বিকল্প নেই। তবে কাশ্মীর কখনোই পাকিস্তানের অংশ নয়, বরং ভারতেরই অবিচ্ছেদ্য অঙ্গ বলেও এদিন মন্তব্য করেছেন আবদুল্লাহ। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার মূল বিষয় কাশ্মীর হলেও দুই রাষ্ট্রকেই টেবিলে বসে এই সমস্যা নিয়ে যৌথ সমাধানসূত্র খুঁজে বের করতে হবে।
এর আগে গত সপ্তাহেও আরেক বিস্ফোরক মন্তব্য করেছিলেন ন্যাশনাল কংগ্রেসের এই নেতা। তিনি বলেছিলেন, ‘পাকিস্তানের পরমাণু হামলার হুমকি কাশ্মীর সমস্যার সমাধান ঘটাবে না। আমার কাছে পরমাণু বোমা রয়েছে, আমি হামলা করব- এ কথা বলে কোনো লাভ নেই।’
জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহ এও সাফ জানিয়ে দেন, পড়শী দেশ যতই চেষ্টা করুক না কেন, সীমান্ত পাল্টাবে না। কাশ্মীর ভারতেরই থাকবে। দেশের সাবেক গোয়ান্দাপ্রধান এ এস দুলাটের উপস্থিতিতে গত শুক্রবার ‘কাশ্মীর : দ্য বাজপেয়ি ইয়ারস’ বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে এ কথা বলেন ফারুখ আবদুল্লাহ। ‘ওরা বোমা মারবে, আমরা বোমা ফেলব, এতে কি সমস্যা মিটবে? কতদিন এ রকম চলবে? গত ৬৫ বছর ধরে তো চলছে। আমি ঈশ্বরের নামে শপথ করে বলতে চাই, ঢের হয়েছে, আর নয়। এবার দুই দেশকেই এগিয়ে আসতে হবে আর সাধারণ মানুষের জীবন যেন সমস্যায় না পড়ে- সেদিকে নজর দিতে হবে’-অনুষ্ঠানে বলেন ফারুখ।