হিন্দুদের কারামুক্ত করতে জরিমানা দিল মুসলমানরা

ভারতের উত্তরপ্রদেশে বিনা ভাড়ায় ভ্রমণের ‘সামান্য’ অপরাধে জেল হয়েছিল ১৫ জন নিম্ন আয়ের মানুষের। টিকেট ছাড়া ভ্রমণের অপরাধে রাজ্যের বেরেলি আদালত তাঁদের মোট ৫০ হাজার রুপি জরিমানা করেন। কিন্তু এই টাকা জোগাড় করতে না পারায় মানুষগুলো তিন মাসের বেশি সময় ধরে জেলে আটকে ছিলেন।
উত্তরপ্রদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘জনতা কা রিপোর্টার’ সূত্রে জানা গেছে, এই মানুষগুলোর ‘প্রায় বিনা দোষে’ জেলে আটকে থাকার খবর জানতেন অনেকেই। কিন্তু কোনো মানবাধিকার সংস্থা বা ব্যক্তিগত উদ্যোগে কেউ অসহায় এই মানুষগুলোকে ছাড়িয়ে নিতে এগিয়ে আসেননি। অবশেষে হাজি ইয়াসিন কোরেশি নামে এক ব্যক্তির নেতৃত্বে মুসলমানদের একটি দল চাঁদা তুলে আটক হিন্দু ধর্মাবলম্বী মানুষগুলোর জরিমানা শোধ করে তাঁদের মুক্ত করে।
এমন একসময় ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপিত হলো, যখন ভারত সামাজিক ও সাম্প্রদায়িকতা প্রসঙ্গে ‘সহিষ্ণুতা’ ও ‘অসহিষ্ণুতা’ নিয়ে লড়ছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ‘জনতা কা রিপোর্টার’-এর প্রতিবেদক জানান, হাজি ইয়াসিন কোরেশির নেতৃত্বে মুসলিমদের একটি দল জেল থেকে বের হওয়ার পর মুক্ত হৃদয়ে কারাবন্দিদের আলিঙ্গন করেন। যারা এই দৃশ্য দেখেছে সবার চোখে পানি এসে গিয়েছিল তখন।
কারাগারে আটকে থাকা এই অসহায় মানুষদের মুক্তির প্রসঙ্গে ইয়াসিন কোরেশি জানান, ‘এই ১৫ জন মানুষের অসহায় অবস্থা আমরা জেল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছিলাম। তখনই সিদ্ধান্ত নিই কিছু একটা করতে হবে। পরে আমাদের সবার সম্মিলিত উদ্যোগ এই মানুষদের মুক্ত করেছে।’
ইয়াসিন কোরেশি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি আমরা যদি মানুষকে বন্দিদশা থেকে মুক্তিতে সাহায্য করি, আল্লাহ আমাদের দোয়া করবেন। তার ওপর এটা এমন একটা সময়, যখন সবাই বলাবলি করছে কে এ দেশে থাকবে আর কে চলে যাবে।’ সাম্প্রতিক সময়ে ভারতে উগ্রপন্থী কিছু রাজনীতিবিদের ‘মুসলিমদের পাকিস্তান বা অন্য কোথাও চলে যাওয়া উচিত’ ধরনের কথার প্রতিবাদে এই উক্তি করেন তিনি।