মিঠুন ভয়ে আমার সাথেও কথা বলছেন না : মমতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমুল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) ভয়ে তাঁর দলের সাংসদ মিঠুন চক্রবর্তী তাঁর সাথে কথা পর্যন্ত বলছেন না। আজ বৃহস্পতিবার কলকাতায় শহীদ মিনারের পাদদেশে ‘জমিয়তে উলেমায়ে হিন্দের’ এক সভায় এ কথা বলেন তিনি।
স্বভাবোচিত ভঙিমায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মমতা বলেন, ‘ভারতের কেন্দ্রীয় সরকার এখন কথায় কথায় সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে। আমার দলের নেতা বরেণ্য অভিনেতা মিঠুন চক্রবর্তীকেও সিবিআই দিয়ে ভয় দেখানো হয়েছে।’ এই ভয়ে মিঠুন চক্রবর্তী তাঁর সাথে কথা পর্যন্ত বলছেন না বলেও উল্লেখ করেন মমতা।
মমতা আরো বলেন, ‘কেউ যদি মনে করেন, আমাকে জেলে পাঠাবেন, তো পাঠান। জেলে থাকব। কোনো অসুবিধা নেই। কয়েকদিন বিশ্রাম পাব।’
সভায় মমতা ভারতে অসহিষ্ণুতা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন। সম্প্রতি অভিনেতা আমির খানের ওপর ব্যক্তিগত ও রাষ্ট্রীয় আক্রমণে তিনি ব্যথিত বলেও উল্লেখ করেছেন।
আমির খানের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিনেতা আমির খানের কথা বলার সাংবিধানিক অধিকার রয়েছে। তেমনি সাংবিধানিকভাবেই কারো অধিকার নেই তাঁকে দেশ ছেড়ে পাকিস্তানে যেতে বলার।’ মুখ্যমন্ত্রী এ সময় বলেন, ‘আমির যা বলেছেন সেটা ভুল না ঠিক সেটা বড়ো কথা নয়, কিন্ত তাঁর যেকোনো বিবৃতি দেওয়ার পূর্ণ অধিকার ছিল এবং আছে। আর সেটাই বড় কথা।’