বিহারে বিপর্যয় বিজেপির ওপর চপেটাঘাত : কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী ও আজ আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, বিহারে বিধানসভার নির্বাচনে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিপর্যয় দলটির নোংরা ও বিদ্বেষপূর্ণ রাজনীতির প্রতি চপেটাঘাত। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে আজ সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে কেজরিওয়াল এ কথা বলেন।
সাক্ষাৎকারে কেজরিওয়াল আরো বলেন, বিহার নির্বাচনের ফলাফলই বলে দেয়, মোদির কাজের পদ্ধতির ওপর জনগণ কতটা বিরক্ত।
রাজ্য সরকারের ওপর বিজেপির ‘হস্তক্ষেপ’ বন্ধ না হলে দলটির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীদের জোট গঠনের আহ্বান জানিয়েছেন কেজরিওয়াল। বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রের সঙ্গে তাঁর মতবিরোধ দেখা গেছে।
বিহারের নির্বাচনে মহাজোটের জয়ের খবর প্রচারিত হওয়ার পরপরই জোটের অন্যতম নেতা নিতীশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন কেজরিওয়াল ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই মুখ্যমন্ত্রীই টুইটে নিতীশ কুমারকে অভিনন্দনের পাশাপাশি বিজেপির নোংরা রাজনীতির প্রতি নিন্দা জানিয়েছেন।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কেজরিওয়াল বলেন, নিতীশ কুমারের পরিকল্পনা অনুযায়ী সমমনা মুখ্যমন্ত্রীদের একটি জোট গঠন করা হলে তা কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে দেশজুড়ে প্রতিহত করার মতো শক্তিশালী হবে। তবে কেজরিওয়াল আরো বলেন, ‘এ মুহূর্তেই জোট গঠনের কথা আমি চিন্তা করছি না। তবে কেন্দ্র নিয়মিত দিল্লির বিষয়ে হস্তক্ষেপ করছে। এভাবে চলতে থাকলে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীদের জোট গঠন হবে।’
কেজরিওয়াল আরো বলেন, অনেক রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রীরাও দলটির কিছু সিদ্ধান্তের কারণে বিরক্ত। দলটির সব ক্ষমতাই এর প্রেসিডেন্ট অমিত শাহ ও প্রধানমন্ত্রী মোদির হাতে।
এর আগে আজ সকালে নিতীশ কুমার ভারতের সংবাদমাধ্যমে বলেন, বিহারের নির্বাচনের ফলাফল নির্দেশ করে, জনগণ বিজেপির শক্ত প্রতিপক্ষ চায়। জাতীয় পর্যায়ে বিজেপির প্রতিদ্বন্দ্বী প্রয়োজন।