এবার মোদিকে চ্যালেঞ্জ জানালেন লালু

ভারতের বিহার রাজ্যে বিধানসভার তৃতীয় দফা নির্বাচনের আগে প্রচারণা এখন তুঙ্গে। গত কয়েকদিনে বিহারে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদবকে ‘তান্ত্রিক’, ‘ভাইরাস’ বলে কটাক্ষ করেছেন। প্রধানমন্ত্রীর ওই কটাক্ষের জেবাবে লালু পাল্টা তোপ দেগেছেন। তিনি এবার সরাসরি প্রধানমন্ত্রীকে তর্কে নামার জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন। তবে সেই তর্কে নামার জন্য লালু একটা শর্তও রেখেছেন। লালুর শর্ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর সঙ্গে ইংরেজিতে তর্ক করতে হবে!
শুধু ইংরেজিতে তর্ক করার শর্ত আরোপ করেও লালু থামেননি। তিনি ‘আশঙ্কা’ প্রকাশ করেছেন, ইংরেজিতে কথা বলার ভয়ে তর্ক থেকে পিছিয়ে আসতে পারেন মোদি। তাই প্রয়োজনে তিনি হিন্দিতেও তর্ক করতে রাজি বলে জানিয়েছেন।
লালু টুইটারে মোদিকে কটাক্ষ করে লিখেছেন, ‘ইংরেজি না হলে হিন্দিতে তর্ক করতে রাজি আছি। তবে আমার আশঙ্কা, উনি আমার সঙ্গে ইংরেজিতে তর্ক করতে রাজি হবেন না।’
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে লালুকে ‘তান্ত্রিক’ বলে উল্লেখ করেন। তিনি লালুর দল আরজেডিকে ‘রাষ্ট্রীয় জাদুটোনা’র দলও বলে। পরে তিনি লালুকে ‘ভাইরাস’ হিসেবেও উল্লেখ করেন।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রীর কথা বলার ধরনকে নকল করে একটি ডাবস্ম্যাশ ভিডিও প্রকাশ করেছিলেন লালু।